.       ভালোবাসার ভিন্ন অর্থ ভিন্ন জনে;
           ভালোবাসা খেলা করে মনে।
       কেউবা উন্মাদ হয়ে ঘুরে সারা ভূবন;
        ভালোবেসে নিজেকে দেয় বিসর্জন।
         লাইলীকে ভালবেসেছিল কয়েস;
            মজনু হয়ে জীবন করে শেষ।
                   রোমিও জুলিয়েট,
          জীবন দিয়েছে মাথা করেনি হেট।  


          কেহ ভালবেসে পেতে চায় অর্থ বিত্ত;
                অন্যজন হয়ে যায় রিক্ত।
         কেউ ভালোবেসে পেতে চায় ক্ষমতা;
                কেউবা চায় শুধুই মমতা।
          ভালোবাসার প্রকাশেও আছে ভিন্নতা;
                ভালোবাসায় পাই বন্যতা।
             অন্যজনের সারল্য ভরে দেয় মন;
           এটাই ভালোবাসা সমৃদ্ধ আনে জীবন।  


            ভালোবাসার স্বাদেও আছে ভিন্নতা;
                 তবে নেই কোন দৈন্যতা।
            ভালোবেসে নিঃস্ব হতে সবাই চায়;
                ক'জনের সে সুযোগ পায়?
             কেউ ভালোবেসে হয়ে যায় নীল;
                   কারো অঙ্গার হয় দিল।
             রঙ্গের বৈচিত্রে ভালোবাসা ধন্য;
         ভালোবাসা জগতে তাই হয়েছে অনন্য।
                 তারিখ: ০৯-১০-২০২৩ ইং;