আমার বাড়ির পাশেই তোমার ঘর;
তবু হলেনা আপন রয়ে গেলে পর।
নয়ন খুললেই দেখি তোমার জানালা;
খুলতে পেলাম না তবুও মনের তালা।


জানালায় তাকিয়ে দু'টি বছর পার;
খুলিল না তবু তব ওই মনের দুয়ার।
সামনে এলে নিকাবে ঢেকে রাখ মুখ;
দেখা হলো শুধু সুন্দর ও দু'টি চোখ।


সহস্র বছর আগে দেখেছিলেম ছবি;
সে চাঁদ মুখ দেখে আজ আমি কবি।
তোমার ছবি হৃদয়ে হয়ে গেছে গাঁথা;
সড়াতে চাইলে পারি না হৃদয়ে ব্যথা।


শত যুগ পাশে থেকেও হলেনা আপন;
সহস্র যোজন দূরে রয়ে গেল তব মন।
আর কত কাল রাখবে আমায় দূরে;
লাজ ভুলে এসো প্রিয় মোর শূন্য ঘরে।  
তারিখ: ১৭-৭-২০২৩ ইং;