.           ক্ষমতার দ্বন্দ্ব, মানুষকে করে অন্ধ;
           মানুষ হারিয়ে ফেলে, জীবনের ছন্দ।
            ভুলে যায়, আপন পর ভেদাভেদ;
               ঘটে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ।
               ক্ষমতা লাভে হয়ে পড়ে মরিয়া;
          ভাইকে হত্যা করতেও কাপে না হিয়া।
          সম্রাট অশোক থেকে মোগল দরবার;
      প্রাচ্য থেকে পাশ্চাত্য, এ ঘটনা ঘটছে বারবার।


                 কালের সাক্ষী ইতিহাস;
       ক্ষমতার সংঘাতে কেঁপেছে আকাশ বাতাস।
               হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান;
                ক্ষমতার দ্বন্দ্বে সবাই সমান।
       সবার তরবারি স্বজনের রক্তে হয়েছে লাল;
              সেই বারতা জানাচ্ছে মহাকাল।
                  আদিকাল থেকে বর্তমান;
         এক্ষেত্রে নেই কোন পার্থক্য, সব সমান।


         সংঘাতের সাথে মিলেমিশে আছে ষড়যন্ত্র;
        পকেটে লুকিয়ে অস্ত্র, সুধায় মানবতার মন্ত্র।
              সংঘাতে নেই ন্যায়-অন্যায় বোধ;
           নিতে হবে দখল, মেটাতে হবে ক্রোধ।
      ছলে-বলে-কলে-কৌশলে নিতে হবে ক্ষমতা;
          যুদ্ধ মানে না আদর্শ, মানে না বিধাতা।
         রক্তগঙ্গা বয়ে যাক, জনপদ হোক ফাঁকা;
     দেখাতে হবে ক্ষমতা, উড়াতে হবে বিজয় পতাকা।
                তারিখ: ৩১-০৩-২০২৩ ইং;