.     মানুষে মানুষে সংঘাতের প্রথম কারণ যৌনতা;
           আমরা জানি হাবিল কাবিলের কথা।
         সুন্দরী নারীর অধিকার, কাবিল যাতে পান
              তাইতো নিয়েছিল হাবিলের প্রাণ।
       সে থেকেই যৌনতা নিয়ে সংঘাতের হলো যাত্রা;
           যতদিন যায় ততই বাড়ছে এর মাত্রা।
             হেলেনের জন্য ট্রয় নগরের ধ্বংস;
         এটা ছিল যৌন অধিকার লাভেরই অংশ।
          সীতার জন্য স্বর্ণালঙ্কা হয়েছিল ছারখার;
        এভাবে যৌনতা নিয়ে ধ্বংসযজ্ঞ হয়েছে বারবার।


  প্রাচীনকাল থেকে এখনো ঘটছে এটা হররোজ;            
              পত্রিকার পাতা উল্টালেই পাবে খোঁজ।
                   স্ত্রীর পরকীয়ায় স্বামীর বলী;
          সুন্দরীর অধিকারে মাস্তানরা খেলছে হোলি।
           স্বামী স্ত্রীর পরকীয়ায় ধ্বংস পুরা পরিবার;
                 নারকীয় ঘটনা ঘটছে বারবার।
                    অন্ধ গলি থেকে রাজপথ;
              কোথাও খুঁজলে পাবেনা ভিন্ন মত।
                  জীর্ণ কুঠির থেকে রাজপ্রাসাদ;
      সবখানেই আছে উন্মাদনা, যৌনতা নিয়ে সংঘাত।


         এটা শুধু মনুষ্য জগতে ঘটে, তাহা কিন্তু নয়;
         পশুপাখি, কীটপতঙ্গ মাঝেও ভয়াবহ যুদ্ধ হয়।
                এসব যুদ্ধে বহু প্রাণ হয় হতাহত;
         কোটি কোটি প্রাণ প্রতিদিন হয় আহত নিহত।
          সৃষ্টির আদি থেকে চলে আসছে এ ধারা;
               যৌনতা নিয়ে সবাই পাগলপারা।
              যৌনতা এক ধরনের বন্য মাদকতা;
        মানুষ জানে, বুঝে, কিন্তু মানে না সে কথা।
            নিঃস্ব কাঙ্গাল থেকে রাজা মহারাজা;
       দার্শনিক, বুদ্ধিজীবী, এ যুদ্ধে সবাই পায় সাজা।
                    তারিখ: ৩১-০৩-২০২৩ ইং;