প্রকৃতি আর মানুষে চলছে নিত্য দ্বন্দ্ব;  
এ নিয়েই পতন ঘটছে ছন্দ।
মানুষ প্রকৃতির উপর করতে চায় কর্তৃত্ব;
দেখাতে চায় নিজেদের বীরত্ব।
অতিরিক্ত কার্বন নিঃসরণ;
ভবিষ্যতে ডেকে আনবে মানুষের মরণ।  
প্রকৃতি মহা বিরক্ত মানুষের ওপর ;
প্রতিশোধ নিতে তাই হয়ে ওঠে তৎপর।


তাই বর্ষা মৌসুমে ঝরেনা বৃষ্টির জল;
বরফ গলে ডুবে যাচ্ছে স্থল।    
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে সাগর উত্তাল।
টর্নেডো ভূমিকম্পে মানুষ নাজেহাল।  
ওজোন স্তরে সৃষ্ট ব্যাপক ফাটল;
অতি বেগুনি রশ্মি আসছে হয়ে হলাহল।
মানব জীবনে বিপদের হাতছানি;
সতর্ক না হলে হতে পারি জীবন হানি।
তারিখ: ৩০-১২-২০২৩ ইং;