.         মিথ্যা দিয়ে সত্যকে যায়না ঢাকা;
           সত্য হৃদয় মাঝে থাকে আঁকা।
                  সত্য স্বয়ং প্রকাশ;
           যেন সূর্যালোক ছড়ানো আকাশ।
              সত্যের বাহক স্বয়ং ঈশ্বর;
         রুখবে তারে আছে কার কত জোর!

         স্বার্থন্বেষী মহল মিথ্যা করে প্রচার;
             একই কথা বলে বারবার।
        ভাবে তাতে মিথ্যা হবে সত্য সমান;
         মূর্খের দল নিজেরে করে অপমান।
            কিছু সময় মানুষ বিভ্রান্ত হয়;
       ইতিহাস সাক্ষী শেষতক সত্যের জয়।


       সত্যের বাণী চিরস্থায়ী অম্লান অক্ষয়;
             তার কখনই নেই পরাজয়।
       যতই আসুক বাধা সত্য সদা অটল;
          কখনই সত্য তোলে না পটল।
           সমুন্নত কর সত্যের পতাকা;
      সত্যের বাণী অম্লান হৃদয়ে রবে আঁকা।
            তারিখ: ০১-০৯-২০২৩ ইং;