.            একটি ভয়ঙ্কর ব্যাধির নাম ক্রোধ;
         উত্তম মনের মানুষ, ক্রোধ করে প্রতিরোধ।
             ক্রোধ মানুষকে করে তোলে উদ্ভ্রান্ত;
         মানুষ ভাবতে পারে না, কাজের আদি অন্ত।
        ক্রোধের তাড়নায় লোপ পায়, হিতাহিত জ্ঞান;
                  মানুষ ভুলে যায় মান সম্মান।
           কি বলে, কি করে, ভাবতে পারেনা তখন;
             হুশ ফিরলে, ভারাক্রান্ত হয়ে পড়ে মন।


             ক্রোধান্বিত রাবণ সীতাকে করে হরণ;
               লংকা ধ্বংস হয়, নিজের হয় মরণ।
                    দুর্বাসার ক্রোধের পরিনাম;
              মহারাজ দুষ্মন্ত ভোলে, শকুন্তলার নাম।
               ক্রোধে উন্মত্ত ভ্রাতার অস্ত্রাঘাতে হায়;
            বহু ভাইয়ের শির, ভূমিতে গড়াগড়ি যায়।
             ক্রোধের ভয়াবহ পরিণাম, জানি সবাই;
                ক্রোধ সংবরণ অতি জরুরি তাই।
                   তারিখ: ২৭-০৪-২০২৩ ইং;