স্বামী থাকে পরবাস,
      দু'বছরে ফিরে একবার;
নষ্টরা ঘুরে চারধার,
      কুপ্রস্তাব দেয় বারবার।


ঘরে নেই স্বামী তার,
          অঙ্গে যৌবন জ্বালা;
কেমনে রইবে ঘরে?
          সদা ডাকছে কালা।


কালার বাঁশি শুনে
           কাজে বসে না মন;
কখন হবে দেখা,
              সদা মন উচাটন।


কালার বাঁশি বাজে;
            কদম গাছের তলে;
ঘর থেকে হবে বের,
               কি কথাটা বলে?


শ্বাশুড়ী দিনে তাকিয়ে
              থাকে, ঠারেঠোরে;
ননদিনী রাতে থাকে,
         তার সাথে এক ঘরে।


উতলা এ যৌবন,
             ঘরে বসে না মন;
সদা শুধু ভাবনা,
           কবে হইবে মিলন।


ননদী ঘুমিয়ে গেলে,
        ধীর পদে দরজা খুলে;
যায় বধু অভিসারে,
          জাত মান সব ভুলে।
তারিখঃ ০২-০১-২০২৩ ইং;