দুনিয়ার মাঝে সেরা নীতি,
              নাম হলো তার দূর্ণীতি।
এটা যদি দেখতে চাও,
             বন্ধ কর বিজলী বাতি।        

এযুগের যেসব বন্ধুবর,
              এ নীতির ধজ্জা ধরে;
মা লক্ষ্মী তাদের ঘরে,
           স্থায়ী ভাবে বসত করে।


সমাজে দূর্ণীতি যে করে;
           তার স্থান সবার উপরে;
পাড়াপড়শি সবাই তারে,
         দেবতা জ্ঞানে মান্য করে।


না যদি কর ভাই দূর্ণীতি;
           বউ দিবে তোমায় আঁড়ি;
চলে যাবে বাপের বাড়ি;
            চড়বে না ভাতের হাড়ি।


কববে না যে দূর্ণীতি;
            হবেনা তার বাড়ি গাড়ি;
সদায় চলবে তার দুর্গতি,
          ছেলেমেয়েও দিবে ঝাড়ি।


আসুন আসুন গুণী,
             আসুন আমার বন্ধুগণ;
সবাই মিলে এক হয়ে,
              করব দূর্ণীতি বিপনন।
        
আমার নীতি, তোমার নীতি,
                       দূর্ণীতি, দূর্ণীতি;
সুনীতি -নিপাত যাও;
                দূর্ণীতি-চিরজীবি হও।
     তারিখঃ ২৩-১১-২০২২ ইং;