শুরুটাই আমার ভুল কেমনে ফুটাব ফুল;  
পিতার ডোনেশনে ভর্তি হয়েছি স্কুল।
শিক্ষক মহাশয় ক্লাসে শিক্ষা করেন দান;
এ শিক্ষায় ভরে না আমার প্রাণ।  
বাধ্য হয়ে আবার পিতার টাকায় টিউশন;
তাইতো হতে পারলাম না নিউটন।
ক্লাসে শিক্ষক আরে-ঠারে কয়;
তার কাছে না পড়লে ভালো রেজাল্ট নয়।  


বাধ্য হয়ে তাই শিক্ষকের কাছে শুরু হল পড়া;
পরীক্ষায় ভালো নম্বর এর নাম জীবন গড়া।
মুখস্থ করি শিক্ষকের দেয়া নোট;
আমার মুখটা এখন টিয়া পাখির ঠোঁট।
মূল বইয়ের ধারি নাক ধার;
মুখস্ত নোটে ভাল রেজাল্ট ক্লাস হল পার।
আমি পেলাম গোল্ডেন এ প্লাস;
জাতির পাছায় ঢুকিয়ে দিলাম অঝোরা বাঁশ।  


স্যারের নোট আর মুখস্ত বিদ্যার বাহাদুরি;
বাস্তব জ্ঞানকে তুড়ি মেরে দিলাম উড়ি।    
কোচিং সেন্টারের আজব কারবার;
তারা ছাড়া হবে না ডাক্তার ইঞ্জিনিয়ার।  
পড়ার টেবিল আর খানাদানা;
এ নিয়ে গড়ে ওঠে শিক্ষার্থীর জীবন খানা।
এটাই বর্তমান শিক্ষার হাল হকিকাত;
গুণীজনে বলে বিদ্যালয়ে দুর্নীতির সূত্রপাত।
তারিখ: ০২-০৩-২০২৪ ইং;