একজন পায় না খুঁজে, অন্যজনের মনের খবর;
অথচ পঞ্চাশ বছর একসাথে করল তারা ঘর।
করে গেল ঘরকন্না, বুকে ব্যথা, মুখে নিয়ে হাসি;
তারপরও বলে যায়, ভালোবাসি, ভালোবাসি।


প্রতি রাত তারা থাকে একসাথে, এক বিছানায়;
দৈহিক কামনা মিঠায়, তবু হায় কেউ কার নয়।
এক কম্বলের নিচে থেকে নাম জপে, অন্য জনার;
দাম্পত্যের নামে চালিয়ে যায় সীমাহীন ব্যভিচার।


এভাবেই কেটে যায় দু'জনার পুরোটা জীবন;
তারপরও তারা কেউ পায় না অন্যজনের মন।
যুগে যুগে প্রেমহীন দাম্পত্য জীবনের অভিনয়;
মন ভাঙ্গে, ঘর যায়, মানবতার মহা পরাজয়।
            তারিখ: ০৫-০৩-২০২৩ ইং;