ক্রিকেট হলো বাঙ্গালী জাতির প্রাণের খেলা;
ক্রিকেট দেখে তারা, কাটিয়ে দেয়, সারা বেলা।
ক্রিকেটের সাফল্য, সবার মনে দেয় আনন্দ;
দ্বন্দ্ব, সমালোচনা; সব তখন হয়ে যায় বন্ধ।


জিতলে বলে, টাইগার ডাকে; সবাই ভাগে;
ফেসবুক, চা দোকান, তখন একসাথে জাগে।
জিতে ফিরলে, পায় লাল গালিচা অভ্যর্থনা;
শাকিব, মুসফিক, তামিম, তখন হয় আপনা।


কিন্তু এ দলেই যদি দুই/এক বার যায় হেরে;
হাত উঁচিয়ে, মুখ খিঁচিয়ে, সবাই আসে তেড়ে।
তখন দেশের সবাই হয়ে যায়, ক্রিকেট বোদ্ধা;
তাদের বিশ্লেষণ আর ভাষায়, নাই কোন শ্রদ্ধা।


আজ শ্রদ্ধা, কাল হারামজাদা, তা' ঠিক হবেনা;
আবেগ থাকবেই; সেটা সীমানা ছেড়ে যাবেনা।
অতি আনন্দ, অতি বেদনা, ভাল নয় কোনটা;
জয় পরাজয় খেলার অংশ, মানতে হবে সেটা।


প্রিয় ক্রিকেটার, তোমরা সবাই আমাদের সন্তান;
ভুলে গেলে চলবে না; রাখতে হবে দেশের মান।
তোমাদের কাছে আবেদন, বৃদ্ধি কর অনুশীলন;
জিততেই হবে বিশ্বকাপ; এটাই হোক তব পণ।
                      তারিখঃ ০৩-০৯-২০২২ ইং