প্রাগৈতিহাসিক কাল থেকে বিভেদ ধর্মে ধর্মে;
ক্রমে ক্রমে তাহা পৌছে গেছে চরমে।
হিন্দু মুসলিম দ্বন্দ্বে মরেছে কত প্রাণ;
এখনো তবু হয়নি এর অবসান।
চলছে ইহুদী মুসলিম দ্বন্দ্ব;
জানিনা কত রক্ত ঝরলে এটা হবে বন্ধ।


কর্মের ভিন্নতায় মানুষের কত ভেদাভেদ;    
প্রাচীন কাল থেকে প্রতিষ্ঠিত এ বিভেদ।
কুলীন ব্রাহ্মণ করবে ধর্ম কর্ম;
ক্ষত্রিয়রা করবে রাজত্ব হাতে নিয়ে বর্ম।
বৈশ্যরা চাষা করে শস্য উৎপাদন;
শূদ্ররা দাস অন্যের সুখে বিলায় নিজ জীবন।


শাসক শোষিত মাঝে আছে বিভেদের দেয়াল।
নিশ্চয়ই করেছ সবাই খেয়াল।
ছিল রাজা বাদশার অপ্রতিরোধ্য ক্ষমতা;
হয়েছে পালাবদল আসেনি সমতা।
প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দখল রাজাসন;
সাধারণ মানুষ প্রজা থেকে হয়েছেন জনগণ।


ধনী দরিদ্র বিভেদ সমাজের নৈমিত্তিক ঘটনা;
ভুক্তভোগী সবাই জানে নহে রটনা।
ধনির কাছে দরিদ্র অনেকটা অস্পৃশ্য;
দেখে দেখে আমরা অভ্যস্ত এ দৃশ্য।    
ধনি দরিদ্রে হয় না আত্মীয়তা;
এ সমাজের এটা অলিখিত দাসত্ব প্রথা।  


উত্তর-দক্ষিণ প্রাচ্য-পাশ্চাত্য বিভেদ বিতর্ক;
বার্লিন প্রাচীর সম দাঁড়িয়ে নেই সতর্ক।
সাদা-কাল হাজারো বিভেদে মানুষ বিভক্ত;
সৃষ্টির সেরা জীব হোক এবার মুক্ত।
মানুষের পরিচয় হোক শুধুই মানুষ;
ভেঙ্গে বিভেদের প্রাচীর ফেরাও সবার হুশ।
তারিখ: ০৪-০২-২০২৪ ইং