রাজামশাই যা দেখেন লাগছে সুন্দর;
সুসজ্জিত রাজপ্রাসাদ বাড়ি ঘর।
বাইজি চাকরানী রাজরানী;
আলো ঝলমল শহর বন্দর রাজধানী।
সবকিছু মনে হয় সৌন্দর্যে অনন্যা;
রাজার চারদিকে বইছে খুশির বন্যা।

রাজা যে দিকে যেতে ইচ্ছা প্রকাশ করে;
মন্ত্রী রঙে রঙে সেদিক দেয় ভরে।
রঙিন চশমা পরিয়ে দেয় রাজ চোখে;
দেখায় প্রজারা আছে মহাসুখে।
খুশি মনে রাজা প্রাসাদে ফিরে;
সত্য থেকে বঞ্চিত হয় মোসাহেবের ভিড়ে।


মন্ত্রী-সান্ত্রী আর কর্মচারীর পেট হয় স্ফীত;
ভাবে না রাজ সূর্য্য যাবে অস্তমিত।
সদা চলতে থাকে শিশু ভোলানোর গান;
রাজা পায় না সত্যের সন্ধান।  
শোকে-দুখে প্রজারা করে হায় হায়;  
রঙিন চশমা পরে রাজা সুখ নিদ্রা যায়।


রাজার সুখ নিদ্রার হয় যখন অবসান;
বন্ধ হয় আনন্দ হাসি গান।
বন্ধ হয় মোসাহেবের আনাগোনা;
যারা ছিল এতদিনের জানাশোনা।
সুসময়ে ঘিরে ছিল চারিধার;
দুঃসময়ে শুধু একা চারিদিক অন্ধকার।  
তারিখ: ২২-০১-২০২৪ ইং