.             আকাশের কান্নারা বৃষ্টি হয়ে ঝরে;
                        এ মাটির 'পরে।
                পাহাড়ের কান্নাকে ঝরনা বলে;
         কলকল স্বরে কেঁদে তারা সাগরে যায় চলে।
             হৃদয়ের কান্নারা গুমড়ে গুমড়ে মরে।
            রাখেনা তার খবর কেহ এ ধরনী পরে।
                 হৃদয়ের কান্নায় হয় রক্তক্ষরণ;
               বোঝে না কেউ নিভৃতে আসে মরণ।


           পাহাড় যখন বইতে পারে না ব্যথার ভার;
              অশ্রু বন্যা হয়ে ভেসে যায় চারিধার।
                  আকাশ ব্যথায় দেয় চিৎকার;
            মেঘের গর্জন তো আকাশের হাহাকার।
                   হৃদয় কেন দেয় না চিৎকার;
          নিরব নিভৃতে শুধু বয়ে যায় ব্যথার ভার।
                     তীব্র ব্যথায় হয়ে যায় নীল;
            তবুও কোথাও কখনো করেনা আপিল।


            সাইমুম ঝড়ে শুনি মরুভূমির হাহাকার;
                বালি দিয়ে ঢেকে দেয় চারিধার।
                সাগর চাঁদের প্রেমে পাগল পারা;
        দিনে দুবার ফুঁসে উঠে হয়ে যায় মাতোয়ারা।
                   কেহ দেখে না হৃদয়ের ঝড়;
                   রাখে না কেউ কোনো খবর।
              নিভৃতে পুড়ে পুড়ে হয়ে যায় নিঃশেষ;
             তবুও পাবেনা খুঁজে কান্নার কোন রেশ।
                   তারিখ: ১৭-০৫-২০২৩ ইং;