শৈত্য প্রবাহে কাঁপছে দেশ;
জানিনা কবে হবে শেষ।
কাঁপছে বুড়ো হাড়;
এবার বুঝি পাবেনা পার।
ছেলে যুবা কাঁপে সবাই;
শীত থেকে কার রক্ষা নাই।
সাংস্কৃতিক আগ্রাসন;
জেঁকে বসেছে শীতের মতন।


বাঙালি চিরচরিত কালচার;
হেনেছে আঘাত আলসার।
সর্বাঙ্গ জ্বর জ্বর;
কাঁপছে বাংলা থর থর।
পশ্চিমা কালচারের থাবা;
যুবক যুবতী খাচ্ছে খাবা।
আদর্শ নির্বাসন;
ভোগের সংস্কৃতির আগ্রাসন।


অর্থই সব কিছুর মাপকাঠি;
অর্থ ছাড়া সব মাটি।
পয়সা বিনে বন্ধুত্ব মূল্যহীন;
আত্মীয়-স্বজন উদাসীন।
প্রেমে খুঁজে পাবে না মন;
শুধুই দেহের আকর্ষণ।
  জীবনে নেই উচ্ছ্বাস;
ভোগের সংস্কৃতিতে বসবাস।
তারিখ: ২৫-০১-২০২৪ ইং;