বছরটি পৃথিবীর আয়ু থেকে খসে যায়;
ব্যথা ভরা চিত্তে জানাই বিদায়।
পরে রয় সাফল্য ব্যর্থতার খেরো খাতা;
কিছুটা পূর্ণ বাকিটা সাদা পাতা।
করোনার বিদায়ে মানুষ স্বস্তি পায়;
দ্রব্যমূল্য বৃদ্ধিতে করে হায় হায়।
ডলার সংকট সবাই দিশাহারা;
মেট্রোরেল আনে আনন্দের ফল্গুধারা।


পদ্মা ব্রিজ উঁচু করে জাতির শীর;
আবার প্রমাণিত বাঙালি বীর।
বড় অস্বস্তি রাজনৈতিক অস্থিরতা;
প্রমাণ করে আমাদের দৈন্যতা।
আমেরিকার রক্তচক্ষু দেয় অপমান;
স্বাধীন জাতিসত্তা হারায় সম্মান।
আসে ফিরে হরতাল অবরোধ;
মানেনি জাতি ফিরবে বুঝি এবার বোধ?


বছর শেষে ফিরে এলো জাতীয় নির্বাচন;  
বিএনপি করেছে নির্বাচন বর্জন।
না যদি হত বর্জন;
খুবেই সুন্দর হতো আমাদের অর্জন ।  
দেখা দিয়েছে অর্থনৈতিক স্থবিরতা;
মাথাপিছু আয় দিচ্ছে বারতা।
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়েছে টান;
কুঞ্চিত বলিরেখা মুদ্রাস্ফীতি পর্বত প্রমাণ।  


ঋণ খেলাপি কালচারে আলচার;
দুর্নীতি করলো ছারখার।
বঙ্গবন্ধু টানেলে উৎফুল্ল জাতি;
নতুন নতুন স্বপ্ন দেখছে দিবারাতি।
এমনি সাফল্য ব্যর্থতায়;
২০২৩ সাল কেটে যায়।
বিদায় হে ২০২৩!  বিদায় তোমায়;
মাথা উঁচু করে জাতি এগুবে প্রাপ্ত শিক্ষায়।
তারিখ: ৩১-১২-২০২৩ ইং;