জ্ঞাতি ভ্রাতাদের দ্বন্দ্ব পতন ঘটায় ছন্দ;
হৃদয়ের সুকুমার বৃত্তি হয়ে যায় বন্ধ।
বহিঃশত্রুরা পেয়ে যায় সুযোগ;
সমাজ পরিবার রাষ্ট্রে নেমে আসে দুর্যোগ।
এটাই নবাব সিরাজের ভাগ্য লেখা;
মসীময় হয়ে জাতির ললাটে দিল দেখা।  
ব্যক্তি সিরাজের পতন;
প্রশ্ন জাগে জাতির কি হয়েছিল অর্জন?
জাতি হল পরাধীন;
মাত্র দু'শ বছর ধরে শোধিত হল সে ঋণ।  


পরাধীনতার নাগপাশ ছিন্ন করে এগোচ্ছে জাতি;
সবে প্রজ্জ্বলিত হচ্ছে বিজয়ের বাতি।
সামনের দিকে এগোচ্ছে দেশ;
শুরু হলো ষড়যন্ত্র করতে হবে শেষ।
বাংলাদেশ অর্থনৈতিকভাবে যদি হয় স্বয়ম্বর;
পদলেহন করবে না আর জীবন ভর।
নত করে দাও বাংলার শির;
কখনোই বাংলাকে হতে দেয়া যাবে না বীর।
ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দাও দ্বন্দ্ব;
উন্নয়নের চাকা আপনাতেই হয়ে যাবে বন্ধ।    

স্বার্থ যেথায় প্রকট থেমে যায় বিজয়ের রথ;
বন্ধ হয়ে যায় আলোচনার পথ।
ক্ষমতার দ্বন্দ্ব করে তোলে পথভ্রান্ত;
অন্যের ইন্ধনে হয়ে ওঠে আরো অশান্ত।
চোখে থাকে স্বার্থের ঠুলিপরা;
জাতির সম্ভাব্য দুর্গতি দেয়না চোখে ধরা।
ভাবটা এমন জাতির হলে হোক সর্বনাশ;
আমার চাই পৌষ মাস।
তাইতো দেখেও দেখছে না দুর্যোগটা;
পশ্চিম আকাশে গাঢ় কাল মেঘের ঘনঘটা।
তারিখ: ০৬-১১-২০২৩ ইং;