.      মালবিকা তখন অষ্টাদশী;
      যেন মাঝরাতের পূর্ণিমা শশী।
       প্রিয় অংক স্যারের কন্যা;
      পিতা-মাতা সবার স্নেহধন্য।


    দেখতে তারে মন করে উশখুশ;
     না দেখলে মনে থাকে না হুশ।
     নানা ছলে যাই স্যারের বাড়ি;
     এক নজর দেখতে যদি পারি।


    সেদিন ছিল চৈত্রের দুপুর বেলা;
      বৈঠকখানায় আমি একেলা।
      ছাতি ফেটে যায় পিপাসায়;
     শুধালাম ঠান্ডা জলের আশায়।


       ক্ষণকাল পরে এলো সে ঘরে;
     ঠান্ডা লেবুর শরবত গ্লাসে ভরে।
    কম্পিত হাতে গ্লাসটি নিলাম তুলে
    আঙ্গুলের ছোঁয়ায় সব গেলাম ভুলে।


        ভুলে গেলাম জল পিপাসা;
        হারিয়ে গেল মুখের ভাষা।
      সারা দেহে বয়ে গেল শিহরণ;
    তার ছোঁয়ায় হলো যে আমার মরণ।
       তারিখ: ২৩-০৩-২০২৩ ইং;