নানা ঘাত প্রতিঘাতে ভরা এ জীবন;
স্বার্থের দুনিয়াতে নহে কেহ আপন।
কুসুমে আছে কীট, ফলে আছে বিষ;
হৃদয়ে বাজে ব্যথা, মুখে দেয় শিস।
হাসি মুখে বন্ধু, বুকে চালায় ছুরি;
সুযোগ মত খুলে দেয়, মিথ্যার ঝুড়ি।
জীবন সাথী করে থাকে প্রতারণা;
স্বার্থপরতার দুনিয়াটা, ভরা ছলনা।


জীবনের বাঁকে বাঁকে, মরণের ফাঁদ;
সাথে আছে নানা বিবাদ-বিসংবাদ।
মৃত্যুর কাছে নেই জীবনের কোন ঋণ;
মৃত্যুর মাঝেই সব স্বার্থ হয়যে বিলীন।


ছলাকলা-স্বার্থপরতার ইতি টানে মৃত্যু;
মৃত্যুই এ জীবনের সবচেয়ে বড় সত্য।
      তারিখঃ ০২-০১-২০২৩ ইং;