কাল অন্ধকারে ঢেকে গেছে চারিধার;
দিবসে ঘনিয়েছে কালো আঁধার।
চারিধার সুনসান কবরের মতো নিস্তব্ধ;
ভাষারা খুঁজে পাচ্ছে না শব্দ।  
বিষাক্ত গ্যাস নিঃশ্বাসে;
অক্সিজেনের অভাব উন্মুক্ত বাতাসে;


নিজ ছায়া নিজেকে করছে তিরস্কার;
হাসছে জগত সংসার;
দৃষ্টিতে সবার নিদারুণ অবজ্ঞার সুর;
ভাবছি রোজ কিয়ামত কতদূর!
আপনার চেয়ে আপন যে জন;
বিদ্রুপাত্মক দৃষ্টিতে তাকিয়া আছে এখন।


লজ্জায় এড়িয়ে চলি এ জগৎ সংসার;
জানি কেহ বইবে না আমার ভার।
সফলতার কাহিনী লেখে বিশ্ব চরাচর;
রাখে না কেউ পরাজয়ের খবর।  
হা-হুতাশে কাটছে জীবন দৈনিক;
জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক।
তারিখ: ২২-০১-২০২৪ ইং;