হতাশা থেকেই মানুষ করে আত্মহত্যা;
বোঝেনা তারা, এতে কষ্ট পায় আত্মা।
মানব জীবন নহে কভু কুসুমে ঢাকা;
দুঃখ ব্যথা আছে, সবার হৃদয়ের আঁকা।


ভুলে গেলে নাকি, কুসুমেও আছে কাঁটা;
সুখ দুঃখ নিয়েই তো, ধরণীতে পথ হাঁটা।
রৌদ্রস্নাত নির্মল আকাশ যায় যে ঢেকে;
কয়েক নিমিষেই, নিকষ কালো মেঘে।


তাই ভাবলে তুমি সূর্যটা হারিয়ে গেছে;
ফিরবেনা বুঝি কোনদিন আর আকাশে।
কালো মেঘ ক্ষণস্থায়ী, ভুলে গেলে সেটা;
ধৈর্য ধর, নিজ তেজে উঠবে জ্বলে সূর্যটা।


চিত্ত চঞ্চল্য পরিহার করে এগিয়ে যাও;
হতাশাকে চিরতরে বিদায় করে দাও।
সোনালী সকাল তব তরে অপেক্ষমান;
কান পেতে শোনো জীবনের জয়গান।
       তারিখ: ১১-০২-২০২৩ ইং;