চাওয়া পাওয়ার মাঝে পাই না খুঁজে মিল;
মেঘে ঢাকা আকাশ উড়ে না চিল।
কুয়াশার আড়ালে লুকিয়েছে ভাস্কর;
দিবসে ঘনিয়েছে রাত্রি কে রাখে খবর?
স্মৃতির দরজা হাতড়িয়ে মরি;
কল্পনায় তাজমহল করি।
দেখেনা সে তাজমহল কেউ;
নিমিষে ভেঙে দিয়ে যায় মহাসাগরে ঢেউ।


কেমনে নেব নিঃশ্বাস নেই বিশুদ্ধ বাতাস;
নিজের ছায়া নিজেকে করছে উপহাস।
যারে খুজে ফিরি পাইনা তার দেখা;
তাইতো কাটিয়ে দিচ্ছি জীবন একা।
যারে দেখতে চাই না আর;
সেই অযাচিত হয়ে ঘুরছে চারিধার।  
নানা রোগের শোকে বিষন্ন জীবন;
চরম হতাশা আর শূন্যতায় নিমজ্জিত মন।
তারিখ: ২৫-০১-২০২৪ ইং;