এখন তো বর্গী নেই;
               তবুও কেন হাহাকার?
তবে কি হয়েছে জন্ম;
                   নতুন বর্গী আবার?


বর্গীর মতই অতর্কিতে,
               আসছে এখন মাস্তান;
দিতে হবে তারে চাঁদা;
             নইলে থাকবে না জান।


দাও যদি তারে বাঁধা,
                  করবে একটা গুলি;
মেরে ভেঙে দিবে ঠ্যাং,
                   উড়িয়ে দিবে খুলি।


নারী খোয়াচ্ছে ইজ্জত্‍
            নব্যবর্গী মাস্তানের হাতে;
মাস্তান উল্লাসে হাসে,
         নারী ডুকরে ডুকরে কাঁদে।


ঘুষ ছাড়া হয় না এখন
               কোন সরকারি কাজ;
ঘুষের নাম স্প্রীড মানি
            ঘুষই জিন্দাবাদ, আজ।


বাজারে নেই নিয়ন্ত্রণ,
                সরকার বা জনতার;
সিন্ডিকেট নিয়েছে দখল;
          করছে ইচ্ছেমত কারবার।


ড্রাগ মাফিয়া বিছাইয়া  
         দিয়েছে জাল, সারা দেশে;
তরুণ সমাজ এখন,
             দিনরাত নেশায় ভাসে।


মাস্তান, চোরা কারবারী
              ড্রাগ মাফিয়া, ঘুষখোর;
মুনাফাখোর, নব্য বর্গী,
              এদের জন্যই হাহাকার।


কোথায় সেই মহাবীর?
             শক্তহাতে অসিখানা ধর;
বাজাও রণভেরী আবার;
          বর্গীমুক্ত সোনার দেশ গড়।


তবেই মুক্ত হবে মানুষ;
             সুখ সাগরে ভাসবে তারা;
বঙ্গ বন্ধুর সোনার বাংলা,
                 জীবন্ত হয়ে দিবে ধরা।
       তারিখঃ ২৪-১২-২০২২ ইং;