লোভে পাপ-পাপে বিনাশ;
                এ কথাটা সবার জানা;
বারবার উচ্চারিত হয় এটা,
             কিন্তু হয় না তেমন মানা।
            
পিতা-মাতা বলেন এটা,
                শিক্ষাগুরু দেন বারতা;
কথায় কথায় বলি সবাই,
               কেউ মানে না সে কথা।


পৌরাণিক কাল থেকে,
           লক্ষ উদাহরণ পাবে খুঁজে;
লোভের কারণে বিনাশ,
              ভেবে দেখো চোখ বুজে।


সম্পদের লোভ বড় লোভ,
            ছুরি চালায় ভাইয়ের বুকে;
ডাকাতি, ছিনতাই করে
         অর্থ নিয়ে থাকতে চায় সুখে।


রাজা মহারাজা বা দীনহীন,
              অর্থ লোভে থাকে অস্থির;
লোভের আগুনে নিজে পুড়ে,
         অন্যেরে পুড়ায়, মরে বহু বীর।


নিজেরটা নিয়ে থাকো সুখী;
           লোভ লালসা করো পরিহার,
ধরণী হয়ে উঠবে স্বর্গ সম,
                আনন্দে ভরবে চারিধার।
       তারিখ:২৭-০৪-২০২৩ ইং;