প্রাণের ঢাকা! তোমার চোখে কেন জল?
           কার্বন নির্গমনের ফল;
  অসহ্য জ্বালায় দু'চোখ জলে গেছে ভরে;
          বলে ঢাকা, কাতর স্বরে।
  শোনে না কেহ কোন কথা, মানে না মানা;
   বিষে বিষে ভরে গেছে, মোর দেহখানা।


    বিষাক্ত বাতাসে নিতে পারি না শ্বাস;
  ফুসফুসে ধরেছে ক্ষয় রোগ, নিত্য কাশ।
         বাঁচার জন্য করি হাসফাস।    
    নষ্ট গাড়ির জ্বালায় একেবারে হতাশ।
    ফুরিয়া আসছে আমার জীবনের আয়ু:
   জানিনা কখন বের হয়ে যাবে জীবন বায়ু।
           তারিখ: ০৬-০৫-২০২৩ ইং;