কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।


তোমার ওই চাঁদ মুখের হাসি;
মনে হত মুক্তা ঝরছে রাশি রাশি।
নাক তো নয় যেন শ্যামের বাঁশি;
ক্ষণে ক্ষণে হৃদয়ে ওঠে ভাসি।
তুমি নেই আজ চারিদিকে মোর ফাঁকা।  
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।


গোলাপ বাগের স্মৃতি গেছ বুঝি ভুলে;
আজগো আমার মন ওঠেছে দুলে।  
বাগানখানা ফুলে ফুলে গেছে ভরে;
শুধু তুমি নেই, শুধু তুমি নেই সব আছে পরে।
অসময়ে থেমে গেল মোর ভাগ্য চাকা;
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।


মেঘ মেদুর ঘন বরিষণ;
স্নান লাগিয়ে চঞ্চলা হরিণী সম আমার মন;
ভেঙে যায় ভুল স্বপ্ন যায় টুটে;
তোমার স্মৃতিখানা ভেসে ওঠে হৃদয় পটে।
সময় চলিয়ে যায় মুছে না কপালের লেখা।
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।


থেমে গেছে মোর হৃদয়ের গান;
ভুলে গেছি, ভুলে গেছি সব অভিমান।
ধুলায় ধুসরিত আজ সেতারের তার;
হারিয়ে গেছে কন্ঠে জড়ানো মুক্তার হার।
জ্বলে না প্রদীপ ঘরখানা যে আঁধার।
কাটেনা সময় শূন্য ঘরে থাকি একা।
  
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।
কতকাল পাইনি তোমার দেখা;
তবুও ছবিখানা হৃদয়ে রয়েছে আঁকা।
তারিখ: ০৩-১১-২০২৩ ইং;