.       বিভিন্ন জনের উপলব্ধির মাঝে আছে ভিন্নতা
          তাইতো খুঁজে পাওয়া মুশকিল একতা!
           একই ঘটনার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন জনে;
     কোনটা সঠিক, কোনটা বেঠিক, দ্বিধা জাগে মনে।
         গ্লাসের অর্ধেক পানি দেখে বলে একজন,
         গ্লাসের অর্ধেক খালি, বলে আমার মন।
      অর্ধেক গ্লাস পূর্ণ জলে, অন্যজন সহাস্যে বলে;
      অর্ধেক হলেই পূর্ণ হবে গ্লাস, এটাও বলা চলে।
                    গ্লাসে আছে অর্ধেক জল;
     সত্য বিষয় নিয়ে কত কথা, উপলব্ধির নানা ফল।


       সকল ক্ষেত্রে দেখতে পাবে একই শোরগোল;
         একই বিষয়ে ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বোল।
      কেউ বলছে, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ;
          অন্যরা বলে, দেশে ঋণের নেই শেষ।
         যাদের আছে পারমাণবিক অস্ত্র ভান্ডার;
       তারা বলে এটা থাকলে যুদ্ধ হবে না আর।
     অন্যেরা বলে, এটা নহে শুধুই টাকার অপচয়;
           সাথে রয়েছে পৃথিবী ধ্বংসের ভয়।
       এ অর্থে হত দরিদ্র্য শিশুর চিকিৎসা, শিক্ষা;
        ধ্বংস করো মানোনাস্ত্র, নয় আর প্রতীক্ষা।


       গুরুজন বলেন, প্রেম করে বিয়ে নয় আর;
     এতে থাকে অপরিণত বয়সের আবেগের ভার।
                  সুখ আসেনা মোটে;
        দিনে রাতে কথা কাটাকাটি, ঠোঁটে ঠোঁটে।
       তারুণ্যের ভাষ্য, প্রেম ছাড়া বিয়ে অন্যায্য;
      না জেনে বুঝে জীবন সাথী হতে পারেনা ধার্য্য।
         কেউ বলে গ্রাম ভাল, সবুজের সমাহার;
       অপর ভাষ্য, শহর ছাড়া অপূর্ণ জীবন বাহার।
             কভু মিটবে না উপলব্ধির ভিন্নতা;
        তাই জগতে সম্ভব নয়, নিরঙ্কুশ একতা।
                                               (চলবে)