.         যদি বল মধুর চেয়ে মিষ্টি হয়না জগতে;
        গিন্নি বলবে, টাকাই অধিক মিষ্টি তার মতে।
                   নেতা বলে মিছে কথা;
          সব চাইতে মিষ্টি রাজ্যপট আর ক্ষমতা।
            সবার যদি হত একই রকম হিয়া;
      মোটা পোলা, কাল মেয়ের কেমনে হত বিয়া?
               গর্ভবতীর পছন্দ টক খাবার;
         ডায়াবেটিস রোগী মিষ্টি চায় বার বার।
           হার্টের রোগী খেতে চায় রেডমিট;
         না পেলে মেজাজখানা হয় তার খিটমিট।


       বেত ছাড়া হবে না শিক্ষা, এটা প্রবীণ ভাবনা;
         মেধার বিকাশে নহে বেত, নহে গঞ্জনা।
      শিশু মনে জাগাতে হবে জ্ঞান লাভের বাসনা;
        ভালবেসে কাছে নাও, পূরণ হবে সাধনা।
            কারো কাছে ভালো হোমিওপ্যাথ;
     অন্যেরা বলে আধুনিক চিকিৎসা, এলোপ্যাথ।
             কেউ বলে দুনিয়াটা ভূতে ভরা;
        অন্যেরা বলে ভূত পাবে না, খুঁজলে ধরা।
         তরুণদের কাছে ভালো ব্যান্ডের গান;
    প্রবীণরা বলেন, এ গান শুনলে নষ্ট হবে কান।


     শিশুকালে সবচেয়ে নিরাপদ লাগে মাতৃকোল;
        শিশুমুখে ফুটে ওঠে আধো আধো বোল।
            শৈশবে খেলার সাথী অতি আপন।
       সারাদিন আতি পাতি করে খোঁজে তারে মন।
        যৌবনের মৌবনে অতি আপন জীবন সাথী;
        সারাদিন একসাথে করতে চায়, চড়ুুইভাতি।
        বার্ধক্যে অবলম্বন, ঘনিষ্ট জনের স্নেহ ছায়া;
        মনের মাঝে তাদের জন্য পূর্ণ থাকে মায়া।
     স্থান, কাল, পাত্রভেদে উপলব্ধির থাকবে ভিন্নতা;
     এটাই এ নশ্বর জগতের নিয়ম, এটাই বাস্তবতা।


          ভিন্ন মত নিয়ে নহে তাই কোন তিক্ততা;
     ভিন্ন মতে থাকতে হবে শ্রদ্ধা, তবেই হবে একতা।
                তারিখ: ০৮-০৩-২০২৩ ইং;