রঙের এ দুনিয়ায় মানুষ চেনা দায়;
রঙ মেখে সঙ সাজে চিনবে কেমনে হায়।
মদ খেয়ে করে মাতলামি, সে মাতাল জানি।
চুরি করে পড়ে ধরা, সে তো মার্কা মারা।
সাধুর বেশে যে লুটে রাজ ভান্ডার;
খবর রাখবে সাধ্য আছে কার?
দিনে সাজে দরবেশ - খোদার প্রেমে মশগুল;
রাতের আঁধারে ধরে দেশদ্রোহীর বেশ;
সে যে আন্ডার ওয়ার্ল্ডের ডন;
ড্রাগ-অবৈধ অস্ত্র খুন-রাহাজানি চাঁদাবাজি
সব কাজের সে আসল কাজী।


সে যে বর্ণচোরা সাধারণে দেয় না ধরা।
উপর তলার সাথে তার সদা চলাফেরা।


ভাব ধরে পরোপকারী - দখল করে অন্যের বাড়ি।
নিজ বউ অন্যের বউ নেই ভেদাভেদ;
রাতের অন্ধকারে ভুলে যায় বিভেদ।
মান যাবে যায় না বাইজী বাড়ি;
রাতের আঁধারে বাইজী নিয়ে কাড়াকাড়ি।
রাজ সভায় রাজার খাস গোলাম;
সদা থাকে নতমস্তক অনত নয়ন।
সুযোগ বুঝে চালায় গুলি রাজার বুকে;
ধুলায় লুটে রাজার মস্তক - রাজ্য জুড়ে শোক।
বন্ধুর বেশে বসে রাজপটে - রাজভক্ত নির্বাসনে।


রঙের এ দুনিয়ায় মানুষ চেনা দায়;
হায়েনা ঘুরছে সদায় - মানুষের পোশাক গায়।
তারিখ: ১১-০৭-২০২৩ ইং;