জাগতিক সম্পদের মাঝে বিদ্যা মূল্যবান;
বিদ্যাহীন মানুষ পশুর সমান।
বুঝে না ভাল মন্দ হৃদয়ে নেই ছন্দ;
চোখ থাকতেও তারা অন্ধ।
বিদ্যা দু’চোখে জ্বালিয়ে দেয় আলো;
দূরে চলে যায় আঁধার কালো।
মনজগৎ হয় সমৃদ্ধ বিদ্যা লাভে;
কৌলিন্য গোচরীভূত হয় আচরণ স্বভাবে।


মনুষ্য চরিত্রে মহত্ত্ব যদি না আসে বিদ্যায়;
মূর্খ সনে বিদ্বানের পার্থক্য কোথায়?
বিদ্বান চরিত্রে না যদি থাকে নৈতিকতা;
কেমনে আসবে সমাজে সততা মানবিকতা?
দুশ্চরিত্র বিদ্বান নিশ্চয়ই হার্মাদ শয়তান।  
বিদ্যারে করেছে সে অপমান।
বিদ্বান মানুষ না যদি হয় সজ্জন;
দ্বিধাহীন চিত্তে সঙ্গ তার করতে হবে বর্জন।
তারিখ: ২৬-০১-২০২৪ ইং;