আমরা স্বপ্ন দেখি নিদ্রায় জাগরনে;
আমাদের বসবাস স্বপ্ন সনে।
স্বপ্ন নাই যার মনে;
বাঁচার ইচ্ছা হারিয়েছে সে জীবনে।
কৈশরে স্বপ্ন দেখে হবে ডাক্তার;
স্বপ্ন পূরণে নিশিদিন সাধনা তার।
মনে স্বপ্ন হবে সঙ্গীতজ্ঞ;
দিবানিশি চলে সংগীত সাধনার যজ্ঞ।  

স্বপ্ন যদি দেখে হবে মস্ত বড় বিজ্ঞানী;
গবেষণায় কমতি করবেনা জানি।
স্বপ্নই মানুষের লক্ষ্য করে দেয় স্থির;
মানুষ সৃষ্টির নেশায় হয় অস্থির।
স্বপ্নের কারণেই মানুষের মাঝে সাধনা;
স্বপ্ন পূরণে মানুষ করে আরাধনা।  
স্বপ্নই মানুষকে করে দুর্বার;
সৃষ্টি করে প্রেরণা ভালোভাবে বাঁচিবার।
তারিখ: ১১-১০-২০২৩ ইং;