সিরিয়া আর তুরস্কে বইছে হাহাকার;
ধ্বংসস্তূপ থেকে চলছে লাশ উদ্ধার।
লাশের তীব্র গন্ধে ভারী হচ্ছে বাতাস;
কষ্ট হচ্ছে মানুষের নিতে নিঃশ্বাস।


তুরস্ক আমাদের চেয়ে অনেক উন্নত;
তবু ভূমিকম্পের কাছে হয়েছে নত।
ইতোমধ্যে মৃত্যু একুশ হাজার পার;
ধ্বংসস্তূপ সরালে আরো দ্বিগুণ তার।


আহত পঞ্চাশ হাজার হয়েছে পার;
সম্পদের ক্ষতি বহু বিলিয়ন ডলার।
চরম মানবিক বিপর্যয় দেশ দু'টার;
স্রষ্টার কাছে নিবেদন, রক্ষা করার।


আমাদেরও হতে হবে সজাগ এখন;
নইলে মুহুর্তে হারাবে কোটি জীবন।
আমাদের অধিক জনসংখ্যার দেশ;
স্থাপনার ভিত্তিও নহে মজবুত বেশ।


বিল্ডিং কোড শক্তভাবে হবে মানতে;
দূর্যোগে বাঁচার উপায় হবে জানতে।
নিজেরাই বিপদ করব মোকাবেলা;
এ বিষয়ে নহে আর কোন অবহেলা।
       তারিখঃ ১০-০২-২০২৩ ইং;


৬ই ফেব্রুয়ারি, ২০২৩ তুরস্ক-সিরিয়ায়  সংগঠিত ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে আমার এ কবিতা। এই মানবিক বিপর্যয়ে সারা দুনিয়া শোকাহত। আমিও সবার সাথে মৃত্যুদের আত্মার শান্তি কামনা করছি।