শিক্ষা যদি না ছড়ায় জ্ঞানের আলো,
তারে তুমি শিক্ষা কেমনে বলো?
শিক্ষা যদি হয় টাকা রুজির হাতিয়ার;
এ শিক্ষার আছে কি দরকার?
শিক্ষার মাঝে না যদি থাকে নৈতিকতা;
সে শিক্ষা নয় কি বাতুলতা?  
শিক্ষায় না যদি জাগ্রত হয় মানবিকতা;
সেটা নয় কি শিক্ষকের ব্যর্থতা?
শিক্ষক যদি হয় অপরাধনীতির হাতিয়ার;
তবে কে করবে জাতিকে উদ্ধার?


শিক্ষা যদি মানুষকে করতে না পারে সজ্জন;
সেই শিক্ষা অবশ্যই করতে হবে বর্জন।
শিক্ষা হতে পারে না বেচাকেনার পণ্য;
ছাত্র শিক্ষক দু’জনেই শিক্ষায় হয় ধন্য।
শিক্ষা যদি হয় বেচাকেনার কারবার;
আগামীতে জাতির ভবিষ্যৎ অন্ধকার।
শিক্ষক কারিগর জাতিকে করেন বিনির্মাণ;
আদর্শ বিচ্যুত শিক্ষক জাতির অপমান।
শিক্ষক হবেন জ্ঞান-গরিমা চরিত্রে অনন্য;
এমন শিক্ষকই দরকার জাতি গঠনের জন্য।
তারিখ: ২৬-০১-২০২৪ ইং;