পৌনে এক শতাব্দী ধরে
                 সুদানের চলছে গৃহযুদ্ধ;
লক্ষ মানুষের হয়েছে মৃত্যু,
                 সারা দুনিয়া যুদ্ধে ক্ষুব্ধ।


যুদ্ধে মানবিক বিপর্যয়,
               ক্রমাগত বাড়ছে হতাহত;
দেশের উন্নয়ন, অগ্রগতি,
                  মারাত্মক ভাবে ব্যাহত।


বেজে উঠল যুদ্ধের দামামা,
                আবার শুরু হলো লড়াই;
ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ,
                 থামছে না শক্তির বড়াই।


এ যুদ্ধ নহে কোন আদর্শের,
                   নহে বহিশত্রুর বিরুদ্ধে;
এটা ক্ষমতা দখলের লড়াই,
                 লড়াই শুধু ব্যক্তির স্বার্থে।


ঈদের জন্য তিন দিনের,
                যুদ্ধ বিরতির দিল ঘোষণা;
কিন্তু হায় ক্ষমতার লোভ,
                  মানছে না কোন পেষণা।


চলছে রক্তক্ষয়ী কঠিন যুদ্ধ,
                     বাড়ছে লাশের সংখ্যা;
নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ,
               সবার মনে মৃত্যুর আশঙ্কা।


ঈদের আনন্দ হল মাটি,
               দেশটা এখন যুদ্ধের ঘাটি;
ধ্বংসপ্রাপ্ত মানুষের বাটি,
                  কে করবে তা পরিপাটি?


বন্ধ হোক অন্যায় লড়াই,
                    জাগ্রত হোক মানবতা;
ঈদের আনন্দে ভরুক দেশ,
        বিদ্বেষ ভুলে মুক্তি পাক সভ্যতা।
         তারিখ: ২৩-০৪-২০২৩ ইং;