.
           বরকত, রফিক, জব্বার, শফিউর, সালাম;
                   নহে শুধু একটি করে নাম।
                   তারা এক একটি নক্ষত্র;
           তাদের আলোয় উদ্ভাসিত পৃথিবীর সর্বত্র।
            তারা নহে শুধু আমাদের দেশের সন্তান;
                তারা রেখেছেন মাতৃভাষার মান।
                     সারা পৃথিবীর মাতৃভাষা;
          তাদের জন্যই আজ পেয়েছে, বাঁচার আশা।


        রক্তবীজ বুণেছিল বায়ান্নের একুশে ফেব্রুয়ারি;
                 তা হয়েছে মহিরুহু, সারি সারি।
              সেখান থেকে জন্ম নিয়েছে কোটি প্রাণ;
        একাত্তরে সে কোটি প্রাণ, জাতিকে করেছে মহান।
          তারা অকাতরে করেছে নিজেদের জীবন দান;
                    রেখেছে স্বাধীনতার মান।
               ত্রিশ লক্ষ জীবন করেছিস উৎসর্গ;
        তবেই অর্জিত হয়েছিল মহান স্বাধীনতার অর্ঘ্য।


       বায়ান্নে বাঙালি জাতীয়তাবাদের হয়েছিল উন্মেশ;
               সে পথ ধরে এগিয়ে যাচ্ছে দেশ।
             পৃথিবী মাঝে অর্জিত অনন্য আসন;
       জাতি তাইতো অর্থনৈতিক মুক্তির দেখছে স্বপন।
          বরকত, রফিক, শফিউর, সালাম, জব্বার;
               লহ তোমরা জাতির সালাম আবার।
                যায়নি বৃথা রক্তদান, হয়নি মরণ;
       জাতি আজও শ্রদ্ধার সাথে তোমাদের করে স্মরণ।
                  তারিখ:০৬-০২-২০২৩ ইং;