আবেগ আপ্লুত থাকে সদা কিশোর মন;
এ মন মানে না বারণ।
সবকিছু নিয়ে থাকে কৌতুহল;
চেয়ে না পেলে মনে করে জীবন বিফল।
কিশোর মন যুক্তির ধারেনা ধার;
দ্বিমতে সব কিছু করে দেয় ছারখার।


কিশোর কিশোরীর ছোট মন, বড় ব্যাথা;
আবেগে পূর্ণ থাকে মাথা।
পছন্দের জামা না পেলেই ভাবে সব শেষ;
আত্মহননেও সময় নেয় না বিশেষ।
আর যদি গড়ে ওঠে প্রেমের সম্পর্ক;
বিলিয়ে দেয় দেবতার জন্য সাজানো অর্ঘ্য।


এই প্রেমের ক্ষেত্রে যদি কেহ সাথে বাঁধ;
ভেঙ্গে দিতে চায় তার কাঁধ।
সৃষ্টি করে মহা হুলস্থুল।
ভাববে না, হচ্ছে কি না কোন ভুল।
ব্যর্থ যদি হয় করতে প্রতিরোধ;
একসাথে আত্মহত্যা করে নেয় প্রতিশোধ।
তারিখ: ২১-০৫-২০২৩ ইং;