.        আবেগ আর বিবেক দু'টো নিয়েই জীবন;
                বিবেকই করে আবেগ নিয়ন্ত্রণ।
             আবেগ থেকেই আসে সৃষ্টির প্রেরণা;
              আবেগই আনে নতুন সৃষ্টির ধারণা।  
              মানব সন্তান সে তো আবেগের ধন;
          আবেগ থেকে হৃদয়ে আসে নব সৃষ্টির পণ।
                 আবেগহীন জীবন যন্ত্র সমান;
          নিরুত্তাপ নিরুৎসাহে খুঁজে কর্মের সমাধান।  


        আবেগ থেকে হৃদয় মাঝে সৃষ্ট হয় যে কল্পনা;
             যুক্তি তত্ত্ব বিবেক করে তার উপাসনা।
                  তবেই নতুন তত্ত্ব হয় উন্মোচন;
             আবেগ বিবেকের সমন্বয়ে পাই শুভক্ষণ।
                     ধরা মাঝে যা কিছু সৃষ্টি;
               আবেগ বিবেক মিলেই তার শুভদৃষ্টি।
              ধ্বংস অনিবার্য করে অনিয়ন্ত্রিত আবেগ;
          জীবন করে মরুভূমি আবেগ বিবর্জিত বিবেক।  


          অতিরিক্ত আবেগ ডেকে আনতে পারে বিপদ;
             আবেগ নিয়ন্ত্রণে নিতে হবে কঠিন শপথ।
                   রাজার আবেগী আয়োজন;
          ডেকে আনে রাজ্যের পতন জনতার ক্রন্দন।
               আবেগ যদি ধরতে চায় মায়া হরিণ;
             বিবেক তখনই বাজিয়ে দেবে সতর্ক বীণ।  
              আবেগ বিবেকের করতে হবে সমন্বয়;
            তবেই প্রতিষ্ঠা পাবে সত্যিকারের বিজয়।
                    তারিখ: ১১-০৯-২০২৩ ইং;