এই গোধূলি লগ্নে, অস্তগামী
         সূর্যের সামনে দাঁড়িয়ে, আমি একা;
জন মানবের চিহ্ন নেই, নিস্তব্ধ
                নিরব, চারিদিক শুধুই ফাঁকা।


একখানা মেঘ বাতাসে ভেসে,
              উড়ে উড়ে যায় দূরে, বহু দূরে;
পায়রা ঝাঁক ডিগবাজি দিয়ে,
            নিজ ঘরে ফিরে যায় ঘুরে ঘুরে।
                              
ছানার হয়নি আহার, বক তাই
                     তাঁকিয়ে আছে এক মনে;
একটি মাছ পেলে ফিরবে কুলায়,  
               ছানারা অপেক্ষার কাল গোণে।
                        
সাথীহারা পাখি, একা আসে,
              সাথীরে খোঁজে ফিরে ফিরে;                  
বাঁশি বাজিয়ে ফিরে রাখাল,
             গাঁয়ের ও পথে, ধীরে ধীরে।                  


কৃষক-কৃষাণীরা কর্মক্লান্ত দেহে,
               ধীরে ধীরে ঘরে আসছে ফিরে;
সওদা কাঁধে নিয়ে হাটুরিয়া,
                ফিরে আসে নিজ নিজ নীড়ে।
              
অস্তগামী সূর্য্য, লাল আভায়,
                   চতুর্দিকে রাঙ্গিয়ে যায় বলে;
বিদায় হে বন্ধু,আজিকা তরে,
                   হবে দেখা, নিশি পোহাইলে।


ঘনিয়ে আসছে রাতের আঁধার,
                 মনের মাঝে কত কথা ভাসে;
দিবসের কর্মযজ্ঞ করে সারা,
          দিনান্তে ফেরে সবে, নিজ নিবাসে।


জীবন সায়হ্নে দাঁড়িয়ে, ভাবছি,
                  ভুলে ভরা আমার এ জীবন;
শুরু যদি করা যেত, নতুন করে,
              মনের মাধুরী ভরে, হত আপন।
          
খন্ডাবে কেমনে জীবনের বিধান,
                 তাই এবার নিতে হবে বিদায়;
পরবে জীবন নাটকের যবনিকা,
                 জীবনের নিয়তি তো সেটায়।


নিভে আসছে দিনের আলো,
                 সকল খেলার, হবে অবসান;
মহাকাল ডাকছে বারে বারে,
                   থামাবে জীবন বীণার গান।


মোয়াজ্জেমের আজানের ধ্বনি,
                     প্রতিধ্বনিত হয়ে ফিরে যায়;
নাম ধরে ডাকে বারে বারে,
                   আয় ফিরে, আপন ঠিকানায়।


যাবার আগে মোর শেষ বারতা,
                 পৌঁছাতে হবে সত্যের ঠিকানায়;
সরাতে হবে সব জঞ্জাল, সব অসুন্দর।
                       বিদায় হে বন্ধ, বিদায়……।
                                          ২৯-০৯-২০২২ ইং