চলছে গাল ভরা বুলি আর স্লোগান;
মানা যায় না মানবতার অপমান।  
হবসের বিবরণ,
প্রকৃতির রাজ্যে অনিশ্চিত জীবন।
বেঁচে থাকাই ছিল দুর্বিষহ;
পারস্পরের বিরুদ্ধে যুদ্ধ ভয়াবহ।

মানব জীবন ছিল অনেকটা মূল্যহীন;
দুশ্চিন্তায় কাটতো সবার দিন।
জোর যার মুল্লুক তার এটাই নীতি;
নারী শিশু দুর্বলের মাঝে থাকত ভীতি।
তারা চাইল এ অবস্থার উত্তরণ;
সমাজ চুক্তির আওতায় রাষ্ট্রের গঠন।

কয়েক হাজার বছর আগের এ ঘটনা;
হয়তো কিছুটা সত্য কিছুটা রটনা।
ব্যতিক্রম আছে কি আমাদের এ যুগে;
বলা কি যায় মানুষ আছে সবাই সুখে?
অনিশ্চিত নয় কি মানব জীবন;
এ যুগে কেমনে করবে সত্য গোপন।

উপমহাদেশ ফিলিস্তিন আফগানিস্তান;
কোথায় পাবে মানুষের সহ অবস্থান?
রাশিয়া ইউক্রেন আফ্রিকা;
কোথাও প্রজ্জ্বলিত নয় শান্তির শিখা।
দেশে দেশে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই;
নেই আইন সবকিছু নিয়ন্ত্রক ক্ষমতাই।

প্রকৃতির রাজ্যে মত আজও মানুষ বর্বর;
ক্ষমতাসীনদের মাঝে নেই ভয়ডর।
শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা মূল্যহীন;
ভোট শেষে ভোটারের কাছে নেই ঋণ।
ধর্মে ধর্মে এখনো চলছে দ্বন্দ্ব;
সুযোগ পেলে জীবনখাতা একেবারে বন্ধ।

দেশে দেশে চলছে জাত পাতের বিচার;
ক্ষমতার মসনদ দখল করে দুরাচার।
সাদা কালো পূর্ব পশ্চিম দ্বন্দ্ব;
প্রতিদিন বিঘ্নিত হচ্ছে শান্তির ছন্দ।
কথার কথা পারস্পরিক সহ অবস্থান;
স্বার্থের দুনিয়ায় সাম্যের নেই কোন স্থান।
তারিখ:১২-০৬-২০২৫ ইং;