মানুষের চাওয়া পাওয়ার নেই শেষ;
সবাই পরেছে ভিক্ষুকের বেশ।
খোদার কাছে হাত তুলে করে নিবেদন;
বেহেস্ত দিতে হবে অনুমোদন।
যৌবনে মাঙ্গে প্রেম ভিক্ষা;
শিষ্য গুরুর দ্বারে হাত বাড়িয়ে নেয় দীক্ষা।
কেউ পয়সার ভিখারি;
কেউবা ভিখেরি সম খোঁজে ঝাড়ি বাড়ি।


সাধু সন্ন্যাসী নাকাল খুঁজে ফিরে ঈশ্বর;
গেরুয়া পোশাকে ত্যাগ করে ঘর।
কেউ কাতর একটু উষ্ণ আলিঙ্গন তরে;
কখন আসবে কৃষ্ণ ঘরে।
কেউবা ক্ষমতার জন্য হয়েছে মরিয়া;
ভোট ভিক্ষা করছে দ্বারে দ্বারে ঘুরিয়া।  
অন্তহীন ক্ষুধা মানুষের মাঝে;
তাইতো সবাই ছুটছে ভিখারী সাজে।
তারিখ: ২৪-১০-২০২৩ ইং;