কত রঙ্গ জল তরঙ্গ আমাদের বঙ্গ;
খুঁজে পাওয়া কঠিন সাধু সঙ্গ।
খুঁজলে পাবে বহু লোক বিদ্যা জানা;
কিন্তু কুৎসিত তাদের চরিত্রখানা;
চরিত্র না যদি হয় নির্মল;
পুঁথিগত বিদ্যায় মিলবে কী ফল।
খুবই ভয়ংকর চরিত্রহীন বিদ্যান;
এক লহমায় শেষ পিতৃ প্রদত্ত জান।    


এক বন্ধু শত বইয়ের চেয়ে মূল্যবান;
না যদি হয় সে বন্ধু শয়তান।
একবার পর শয়তান বন্ধুর ফাঁদে;
শয়তান করবে ভর তোমার দু' কাঁধে।  
চোখে দেখবে সরিষার ফুল;
সর্বাঙ্গে ফুটাবে ভিমরুলের হুল;
দুঃসহ জ্বালায় জ্বলবে জীবন;
আতিপাতি করে খুঁজবে তখন মরণ।


রাজার রাজ্য শাসনে সুখে থাকে জনগণ;
না যদি তিনি হন পাপিষ্ট জন।
সমৃদ্ধ হয় দেশ সমৃদ্ধ জনপদ;
দেশ-জনতার থাকেনা বিপদ বিসম্বাদ।
রাজা যদি হয় পাপাচারি কুলাঙ্গার;
ধ্বংস দেশ তার হাতে দিলে রাজ্য ভার।
অর্থ সম্পদ বিদ্যা বুদ্ধি রসাতলে;
একবার পা আটকালে দুষ্টু রাজার কলে।


অসৎ সঙ্গ ডেকে আনে জীবনের ধ্বংস;
শুধু নিজ নয় দেশ দুনিয়া সহ পুরা বংশ।
লোভের আগুন যতই হোক ঝলমল;
অসৎ সঙ্গে জড়ালে জীবন হবে বিফল।  
ধ্বংস হবে দেশ সমাজ রাজ্য;  
গুণীজন বলেন তাই অসৎ সঙ্গ পরিত্যাজ্য।
তারিখ: ২৪-১০-২০২৩ ইং;