ভাগ্য এক নিষ্ঠুর দুর্বাসা;
তার কাছে নেই কোন আশা।
নেই কোন ভালোবাসা;
জীবন নিয়ে খেলছে সে পাশা।
জোটে না যার মোটেই অন্ন;
সাত সন্তানে করেছে তারে ধন্য।
অন্যজনের আছে গাড়ি বাড়ি;
ব্যাংকে আছে প্রচুর টাকা করি।
একটি সন্তানও জোটেনি তার;
এটাই লীলা নিষ্ঠুর ভাগ্যবিধাতার।


খাদ্যের নেই অভাব যার;
ডায়াবেটিক ভাগ্যে জুটেছে তার।
চোখের সামনে মন্ডা মিঠাই;
খাবার উপায় নাই।
দুনিয়াটা খেতে পারে যে জন;
খাদ্য কেনার নেই যে তার ধন।
গোগ্রাসে দুনিয়াটা, করতে চায় সাবাড়;
জোটে না মোটে ভাতের মাড়।
নাইরে এটার কোন বিচার;
এটাই লীলা, নিষ্ঠুর ভাগ্যবিধাতার।


কেউ কেউ সারাটা জীবন ধরে,
সাধনা করে সঙ্গীতের উপরে।
বীণাপানি হয়না প্রসন্ন;
গাইতে পারেনা গান নিজের জন্য।
রিক্সাওয়ালা আকবর;
সাধনা ছাড়া জনপ্রিয় গায়ক বরাবর।
মানুষ চেষ্টা করে অনেক দূর যায়;
ভাগ্যের কাছে নিরুপায়।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড উদাহরণ তার;
এটাই লীলা, নিষ্ঠুর ভাগ্যবিধাতার।


বহুদিনে তিল তিল করে স্বপ্ন সৌধ গড়ে;
এক্সিডেন্ট নিমিষে তা ধ্বংস করে।
সপ্তডিঙ্গার সওদাগর;
হারিয়ে ফেলে বাড়ি ঘর।
একটি অগ্নিকাণ্ড - একটি ভূমিকম্প;
ধ্বংস করে দেয় সকল দম্ভ।
এটাই নিষ্ঠুর নিয়তি, ভাগ্য লিখন;
করতে পারে না কেউ খন্ডন।
সুযোগ থাকে না এখানে চেষ্টার;
এটাই লীলা, নিষ্ঠুর ভাগ্যবিধাতার।
তারিখ: ১২-০৪-২০২৩ ইং;