মন বড়ই আজব মানে না কোন মানা;
মুহূর্তে ভেঙে ফেলে বাধার সব সীমানা।
কল্পনায় ভাসে চলে যায় অনেক দূরে;
ইচ্ছে হলেই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ঘুরে।  


নিষিদ্ধের প্রতি রয়েছে মনে গভীর টান;
ঢোকে নিষিদ্ধ ঘরে বাধা ভেঙ্গে খানখান।
পেন্টাগনে ঢুকতেও লাগে না কোন পাস;
অবলীলায় খুলে বিশ্বসুন্দরীর অন্তবাস।


বোমার আগুন মাঝে নির্বিঘ্নে হেঁটে চলে;
হিটলারের সাম্নে উদ্ধত কণ্ঠে কথা বলে।
স্পষ্ট দেখে সব কিছুই গাঢ় অন্ধকারে;
প্রজ্জ্বলিত অগ্নিগিরি মাঝে হাসতে পারে।


মৃত্যুর আগেই ঘুরে ফিরে বেহস্ত দোযখ;
বাইডেনকে পারে দিতে আচ্ছা করে সবক।
মঙ্গল পরিভ্রমন তার একেবারেই নস্যি;
মন সত্যি বেয়ারা এই শান্ত পরক্ষণে দস্যি।

পাখা ছাড়া এ মন উড়তে পারে আকাশে;
নির্বিঘ্নে ভেসে বেড়ায় পাহাড় নদী বাতাসে
অক্সিজেন ছাড়া পৌঁছায় মহাসাগর তলে;
অবাধ গতি আকাশ পাতাল জলে ভূতলে।    


নিজের মনের ঠিকানা খুঁজে পাওয়া দুষ্কর;
কেমনে জানবে অন্য জনের মনের খবর;
নারী মন অসাধারণ কুহেলিকা অন্ধকার;
সহস্র বছর সাধনায় মিলবে না খবর তার।  
তারিখ: ২০-১২-২০২৩ ইং;