সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।
সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।  


কি দিয়ে আজিকে তোমায় করিব বরণ;
শিয়রে বসিয়া ডাকিছে আমায় মরণ।
যৌবনে গেঁথেছিলেম ফুলমালা;
এখন তো তার বিদয়ের পালা।
একে একে ঝরে গেছে জীবনের সব ফুল।
সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।


শুকিয়ে গিয়েছে মোর জীবনের ঝরনাধারা;
জীবনটা তো এখন মরু সাহারা।
পানি বিনে কেমনে সৃজিবে বাগান;
বনানী ছাড়া কোথায় পাখি গাহিবে গান?
পানি বিনে শুকিয়ে গিয়েছে মোর বৃক্ষ মূল;
সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।


আজকে তোমারে দেবার মত নেই তো কিছু;
তবু কেন এসেছ আমার পিছু।
সাঁঝের বেলা কোথা পাবে দিনের আলো?
  চারিদিকে এখন নিকষ কালো।
আঁধারে খুঁজে কি পাবে কালো চুল;
সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।


শেষ হয়ে এল বেলা;
এবার তো বিদায়ের পালা।
কি হবে আর জড়িয়ে মায়ার বাঁধনে;
নিজেকে রাখিও যতনে।
তোমাকে দেবার মত নেই কোন ফুল;
কি দিয়ে দেবো উসুল।


সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।
  সেই তো ভাঙ্গিলো তব ভুল;
যদিও শুকিয়ে গিয়েছে আমার পূজার ফুল।
তারিখ: ০৪-১১-২০২৩ ইং;