.       খাওয়া পরা আর সন্তান জন্ম নহে জীবন;
       শুধু বেঁচে থাকা হতে পারেনা জীবনের পণ।
             মানুষ বিধাতার সৃষ্টির সেরা জীব;
           মানুষকেই করতে হবে ধরণীরে সজীব।
          মানুষের হাতেই হতে হবে ধরণীর উন্নয়ন;
          গড্ডরিকা প্রবাহে ভেসে চলা নহে জীবন।


        মানব জীবনে থাকতে হবে লক্ষ্য ও আদর্শ;
       এটাই অন্য প্রাণীর সাথে মানুষের বৈসাদৃশ্য।
             নিজ উন্নয়ন নহে শুধু মনুষ্য কাজ;
                সমাজকে পরাতে হবে সাজ।
           পরকে ভালোবেসে করতে হবে আপন;
          গড্ডরিকা প্রবাহে ভেসে চলা নহে জীবন।


         জীবন নহে সরলরেখা আসবে বাধা বিপত্তি;
          তা' সড়িয়ে এগিয়ে চলাই জীবনের সত্যি।
                   এটাতে যদি ঘটে ব্যত্যয়;
                সে তো অন্য প্রাণী মানুষ নয়।
         অন্য প্রাণীর সাথে মানুষের এটাই বিভাজন;  
           গড্ডরিকা প্রবাহে ভেসে চলা নহে জীবন।


            এ দুনিয়ায় যারা হয়েছেন প্রাতস্মরণীয়;
                  নিজ কর্ম গুনে তারা বরণীয়।
              তারা কেহই স্রোতে ভাসায়নি শরীর;
                    লক্ষ্য বিহীন ছুড়েনি তীর।
           চলতে হয়েছে তাদের স্রোতের বিপরীতে;
                তবেই প্রতিষ্ঠা পান এ পৃথিবীতে।
               এ দুনিয়ায় সহজ নয় কোন অর্জন;
           গড্ডরিকা প্রবাহে ভেসে চলা নহে জীবন।
                    তারিখ: ১৮-০৮-২০২৩ ইং;