.  চৈত্রের তাপদাহে তুমি সুমিষ্ট ঠাণ্ডা জল;
       আপদে বিপদে ভরসার স্থল।
      পৌষের তীব্র শীতে রুম হিটার;
  মিষ্টি হাতের ছোঁয়ায় পাই সুস্বাদু আহার।
  রোগে শোকে বাড়িয়ে দাও সেবার হাত;
   সারাটা জীবন কেটে গেল এক সাথ।


  সকাল সাঁঝে তাকিয়ে দেখি তোমারি মুখ;
   তুমি আমার মনের রবি হৃদয়ের সুখ।  
  আজ মোরা দু'জন দু'জনার আশ্রয় স্থল;
         এক ভিন্ন অন্যজন অচল।
         তোমার সেবায় আমি ধন্য;
  খোদার সৃষ্টি মোরা দু'জন দু'জনার জন্য।
         তারিখ: ১৯-১০-২০২৩ ইং;