বিশ্বকে করব নবজাতকের বাসযোগ্য;
পারিনি কিছুই দিতে শুধুই দুর্ভাগ্য।
সুকান্ত নিশ্চয়ই কাঁদছে ওপারে বসে;
একটি করে নক্ষত্র পড়ছে খসে।
যুবকের স্লোগান একটা চাকরি চাই;
পথ শিশুর চলছে ভাতের জন্য লড়াই।
প্রচন্ড শীতে কাঁপে রহিমুদ্দির বুড়ো হার;
কেউ নেয় না তার রক্ষার ভার।
ফেলানীর আজও নেই সম্ভ্রম রক্ষার বস্ত্র;
রেপ করতে ধনীর দুলাল সানায় অস্ত্র।
রাজনীতি বুর্জোয়ার টাকার বাক্সে বন্দি;
নিরুপায় তাই অন্যায়ের সাথে করি সন্ধি।
শিক্ষার আলো থেকে বঞ্চিত কোটি শিশু;
উদ্ধারে আসে না আল্লাহ ভগবান যীশু।
ফুটপাতে রেল স্টেশনে কাটায় জীবন;
কপালে নাই তাদের আবাসন।
চিকিৎসা সে তো সোনার হরিণ;
কেমনে করব পরিশোধ নবজাতকের ঋণ।
একটা সুন্দর পৃথিবী দিতে হয়েছি ব্যর্থ;
সবাই ছুটছি মোরা লক্ষ্য স্বার্থ।
পরিষ্কার নয়, জঞ্জালে ভরে দিয়েছি দেশ;
যদিও কেউ কেউ আছে বেশ।
কোথাও নেই আজ ভালো কিছু জমা;
আমাদের এই অপারগতা করিও ক্ষমা।
তারিখ: ১৫-০৭-২০২৫ ইং