.আঁধারের আছে একটি নিজস্ব রূপ;
চারদিক শুনশান শব্দরা একবারে চুপ।
আঁধারে একা চলতে গা করে ছমছম;
এই বুঝি আসবে চলে জ্বীন-ভূত জম।


শ্মশানে মনে হবে আছে বহু প্রেতাত্মা;
যদিও বাস্তবে নেই তাদের কোন সত্তা।
রাতের অন্ধকার বহুদূর যায় না দৃষ্টি;
মনের কল্পনায় ভূত হয় মনমাঝে সৃষ্টি।


একা বাড়িতে শোনা যায় নানা শব্দ;
এই শব্দে ভিতু যারা তারা হয় জব্দ।
মানসিক শক্তিতে আছে যারা বলিয়ান;
তাদের নেই ভয় তারা চলে বুকটান।


একদল দুষ্ট মানুষ রাতে হয় সোচ্চার;
আঁধারেই চলে অনৈতিক কারবার।
ছায়াকে লাগে ভয় রাতের আঁধারে;
দিনের আলো তাই খোঁজি বারে বারে।
তারিখ: ২২-০৮-২০২৩ ইং;