.      হাতে শৃঙ্খল, কণ্ঠে তোমার শিকল ভাঙ্গার গান;
                 তুমি বিজয়ী, তুমি মহীয়ান।
            হে সংগ্রামী বীর। চির উন্নত তব শির;
              তব হুংকারে ব্রিটিশ ছিল অস্থির।
         বাঁশিতে বাজালে স্বাধীনতার মৃত্যুঞ্জয়ী সুর;
            উদ্দীপ্ত হল জাতি, ভীতি গেল বহুদূর।
            তোমার 'বিদ্রোহী' প্রাণে তুলে ঝংকার;
        ব্রিটিশ সিংহাসনের ভীত কেঁপে ওঠে বারবার।


         হে কবি! তুমি আজও অজর, অমর, অক্ষয়;
              তোমার উন্নত শিরে নেই কোন ভয়।
          দুঃশাসনের বিরুদ্ধে ছিল তোমার সংগ্রাম;
       তুমি কখনোই চাওনি কারো কাছে কোন ইনাম।
           তুমি গাইলে হিন্দু-মুসলিম মিলনের গান;
        ঘোষণা দিলে এক দেশ, এক জাতি, এক প্রাণ।
                 তোমার ক্ষুরধার কলমের শক্তি;
        ভুলিয়ে দেয় হিন্দু-মুসলমানের সকল বিভক্তি।


           অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছিলে তৎপর;
           রুখতে অন্যায় সংগ্রাম করেছ জীবন ভর।
                তুমি শুনিয়েছিলে সাম্যের গান;
           নারী পুরুষে ভেদাভেদ নেই, সবাই সমান।
               বারাঙ্গনাকে মা ডেকে দিয়েছ সম্মান;
        কন্ঠে ধ্বনিত হয়েছে মানুষের শ্রেষ্ঠত্বের জয়গান।
            চন্ডালসহ সকল পেশাকেই দিয়েছ সম্মান;
       তোমার কলমের শক্তি মানুষকে করেছে মহীয়ান।


          হে সংগ্রামী যোদ্ধা! স্বরাজের দেখেছো স্বপ্ন;
                   বিজয়ের নেশায় ছিলে মগ্ন।
             তুমি চেয়েছিলে দখলদারের সর্বনাশ;
       স্বাধীনতার সোনালী সূর্য পূর্ণ করেছে সে বিশ্বাস।
           স্বাধীন বাংলাদেশে হয়েছিল তব আগমন;
         উপলব্ধি করতে কি পেরেছিলে, সেই শুভক্ষণ?
            তেতাল্লিশ বছর বয়সেই থেমে গেল কথা;
        একথা ভাবলে এখনো মোর হৃদয়ে জাগে ব্যথা।


         হে স্বাধীনতা যোদ্ধা! বাঙালির হৃদয়ে তব স্থান;
             আপনার চেয়ে আপন তুমি, হে মহান।
            বিশ কোটি বাঙালির নয়নে তোমার ছবি;
              হে বন্ধু, তুমি আমাদের জাতীয় কবি।
                 বাঙালির জন্য তুমি মহা প্রেরণা;
            হে যোদ্ধা, তুমিই তোমার একমাত্র তুলনা।
            যতদিন বাংলায় গাইবে পাখি, ফুটবে ফুল;
        বাঙালি হৃদয়ে থাকবে তুমি, হে মহাবীর নজরুল।
                    তারিখ: ১৮-০৫-২০২৩ ইং;


আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। প্রিয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আমার ক্ষুদ্র নিবেদন। কবি নজরুল আজ আমাদের মাঝে নেই। তিনি যেখানেই থাকুন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে ভালো রাখুন, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।